Home

আল – মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় স্বাগতম!!!


আল -মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা শিক্ষা কার্যক্রম মক্তব বিভাগ (প্রাইমারী সেকশন) :

এ বিভাগে আরবী, বাংলা ও ইংরেজী ভাষায় অক্ষর পরিচয় থেকে আরম্ভ করে আধুনিক পদ্ধতিতে পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখানাে হয়।তৎসহ চলিশ হাদীস, জরুরী মাসায়েল এবং প্রাথমিক উর্দুও শিক্ষা দেয়া হয়। এ বিভাগে বর্তমানে মােট চৌদ্দ (১৪)জন শিক্ষক নিয়ােজিত আছেন।

হিফজ বিভাগ:

কালামে পাকের হিফজ করা এ বিভাগের প্রধান কাজ। স্বল্প সময়ে দক্ষ উস্তাদ দ্বারা হাফেজে কুরআন বানানাের একটি কর্মসূচি। মােট চৌদ্দ (১৪) জন শিক্ষক এ বিভাগে বর্তমানে কর্মরত আছেন। পদ্ধতির পড়াশানাের পাশাপাশি ছাত্রদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠা করা হয়েছে একটি ছাত্র পাঠাগার।লেখা ও সম্পাদনায় তাঁদেরকে যােগ্য করে গড়ে তােলার উদ্দেশ্যে প্রকাশ করা হয় আরবী ও বাংলা ভাষায় মাসিক দেয়ালিকা, বক্তৃতা প্রশিক্ষণের জন্য নিয়মিত অনুষ্ঠিত হয় সাপ্তাহিক জলসা এবং মাঝে-মধ্যে আয়ােজিত হয় বিভিন্ন বিষয়ের উপর বিতর্ক প্রতিযােগিতা।সব প্রোগ্রামে অংশগ্রহণ করে জামিয়ার ছাত্ররা ভবিষ্যতে নিজেদের শিক্ষাপ্রাপ্ত আদর্শ-নীতিকে নিজের ভাষায় দেশ ও জাতির সামনে সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।